বেদনার স্মৃতি
বোরহানুল ইসলাম লিটন
=============//



কোন গগনে আছিস রে ভাই?
নেই কেন তোর শব্দ?
খুঁজতে ঘুরি তারার ভিড়ে
পাগল বেশে নদীর তীরে
ফসল মাঠে পাখির নীড়ে
লুকিয়ে দেখে হাসিস বুঝি?
করতে আমায় জব্দ?


কেমন আছিস বল না দেখি?
নয় কভু বল মন্দ?
হিংসা হারা অচিন দেশে
চলতে সবে সুজন বেশে
মিষ্টি সুরে মন আবেশে
সময় হেসে চলছে বুঝি?
গড়তে জীবন ছন্দ?


জানলি না তোর ভায়ের কথা?
ক্যামনে পেরোয় অব্দ?
আমি তো ভাই নেইকো ভালো
হারিয়ে গেছে মনের আলো
ধরছে ঘিরে আঁধার কালো
তুই বিহনে কষ্টানলে
করছে জীবন জব্দ।।


**********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০২/২০২০ইং।