বেহাগ বিতান
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


পয়োদ বাজালে জোরে ডঙ্কা,
জাগে না গহীনে আজ শঙ্কা!
হয়তো প্রকৃতি বলে রুক্ষ,
আঁধারও কাড়ে না আর দুঃখ!


স্নিগ্ধ পরশে এসে সকালে শীতের রবি,
এ ধরণী গড়ে দিতো শিল্পীর আঁকা ছবি।
গাইতো পুষ্প ফলে বাসন্তী জয়গান,
রঙিলা গড়নে রেখে পাখালির কলতান।
খাল-বিল ভরা পানি চারিদিকে ভরপুর,
তবুও আষাঢ়ে মেঘ ডেকে যেতো গুড়গুড়।
সফেদ বরনে নেয়ে কাশফুল দিয়ে দোলা,
শরৎ জাগাতো খোশে সদা করে পথভোলা।
ফসলের পাকা ঘ্রাণে পিঠা-পুলি উৎসব,
হেমন্ত যেন এক হরষেরই কলরব।
গ্রীষ্মের দাবদাহ প্রখরে খেলেও শত,
বিদায়ে সে গড়ে যেতো চির আশা অবিরত।
আজ সে গহীনে ঘুরে বেহালে মেঘের ভেলা,
ক্ষণিক করে না তাই ঋতুরা চক্র খেলা।


তবু রয় সংশয় কাঁদে মন প্রাণ,
স্মৃতি যদি গড়ে কভু বেহাগে বিতান!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৫/২০২১ইং।