বেহায়া আফসোস (সনেট)
====================@@@


আহারে নদীতে যায় ক্ষত লাস ভেসে
না জানি অবলা কোন অভাগার ধন!
আমার মহলে আজও পিতা আছে বেঁচে
কেন যে আশিতে তার হয় না মরণ!


না খেয়ে কষ্টে আছে ও পাড়ার বুড়ি
কি করে বুঝাই তার কতো পোড়া হাত!
দুপুরে শুকনো ক’টা খেয়েছে মা মুড়ি
কেন রে আবার খাবে নিশীথে সে ভাত!


কখনও করো না হেলা যদি থাকে বেঁচে
হোক তা দাঁড়ায়ে শোকে অবলার কায়া,
না হলে ফলদ, দিবে তবুও সে যেচে
গভীর মমতা মাখা সুশীতল ছায়া।


বেহায়া তাড়নে যদি মিলে কারো খোশ,
নয় কি অযথা তার শত আফসোস??


             (মাত্রাবৃত্ত)
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/১০/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন