বেহায়া তাড়ন (সনেট)
====================@@@


গহীনে শ্বাপদ পুষে নাম রেখে চান
দিবসে শ্রাবক সাজে রাতে মেখে কালি,
খুশিতে পড়ে না ধাপ না শুনে জবান
আড়ালে দাঁড়ায়ে দিলে বারে বারে তালি।


বেহায়া তাড়নে করে নিঃস্বের চুরি
শুয়ে ভাবে মাথা নেড়ে ব্রেন আছে বেশ,
অন্ধের টাকা গুনে জোরে জোরে কুড়ি
শত টাকা মেরে করে দয়া কৃপা পেশ।


খরায় শুকিয়ে গেলে জলধির বুক
হয়তো ক্ষণিক থামে প্রবাহের বীণ,
তা বলে বর্জ্য পারে সেজে কালা ভুক
সুযোগে করতে তারে আমাতে বিলীন!!


কালপ্রিট যদি করে ছলনে মানত,
জেনো সে আধারে জাগে খোদার লানত!


               (মাত্রাবৃত্ত)
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৯/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন