বেতালা -১
[email protected]@@
ভোলার মায়ের চারটি ছেলে
একটা বোবা একটা কানা,
আর বাকী যে একটা আছে
গো-গেরাসে খায় সে খানা।
ভোলাই শুধু হুঁশ জ্ঞানে বেশ
কয় অনেকে তাইতো শুনি,
কাজ না করে চেঁচায় বেশী
দোষ নাকি তার এইটুকুনি!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৬/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর ছন্দময় শিশুদের নিয়ে কাব্য রচনা করেছেন কবি! দারুণ লাগলো! কোমলমতি শিশুদের নিয়ে কবি আপনি অনবদ্য কাব্যশৈলী প্রদর্শন করেছেন! নিয়ত শুভকামনা রইলো শ্রদ্ধেয় প্রিয় কবি।
চমৎকার শিশুতোষ ছড়া কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
অনবদ্য অনুভূতির বেশ অসাধারণ একটি শিশুতোষ ছড়া- কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ বিকেল প্রিয় কবি
শিশুতোষ কবিতায় রূপকের ছোঁয়া। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
ছড়াটা শিশুতোষ হলেও সুন্দর এক রূপকল্প। যার ভেতরে লুক্কায়িত এল অমোঘ সত্য। কিন্তু বলতে মানা।
অশেষ শুভকামনা।
প্রিয় কবি, শিশুদের উপযুক্ত ছড়া, ভোলা আর বাকি তিরজনসহ চারজন। শুভ কামনা সতত জানিবেন।
চারের মাঝে চারটিই বেতাল!
রইল না আর বাকি!
দারুন মজার শিশুতোষ ছড়া-কবিতায়
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
শুভ কামনা রইল
প্রিয় কবি।
হাস্য রসাত্মক দারুন সুন্দর শিশুতোষ। শুভকামনা রইল প্রিয় কবিবর।
দারুণ মজাদার। কিন্তু কবিতার শেষ দিকে একটা অসাধারণ ম্যাসেজ আছে, যার সাথে আমাদের আশপাশেই মিল খুঁজে পাওয়া যায়। শুভকামনা থাকলো প্রিয় কবি।
হা হা হা!!! খুব খুব খুউব ভালো লাগল......
জীবনমুখী শিশুতোষ ছড়া , কাব্য কথা ।
প্রিয়কবিকে অশেষ শুভকামনা , ভাল থাকুন সদা ।
দারুণ রম্য রচনা! শিশুতোষ ছড়া! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আরেকজনকে খুঁজে পাচ্ছিলাম না, প্রথমে। পরে দেখি সে তো ভোলা! প্রত্যন্ত বাংলা র পাখির চোখে দেখা বিশুদ্ধ ফ্লেভারটি উঠে এসেছে, যা ঢাকায় বসে বোঝা যাবে না। অভিনন্দন, সম্মানিত কবি।
ভোলার ভাইয়ের বর্ণনা বেশ সুন্দর হয়েছে। তবে, ছড়াটি রম্যতার চেয়ে দুঃখবোধটি বেশি ধরা পড়লো। বাক বা দৃষ্টি প্রতিবন্ধী কোন দোষের কিছুই নেই। এক ভাই বেশি খায় আর ভোলায় চিৎকার করে কথা বলে, এগুলো দোষের। শুভ কামনা কবি। শুভ কামনা।
চমৎকার শিশুতোষ ছড়ায় মুগ্ধতা ছড়ানো অনুভূতি জাগায় শ্রদ্ধেয় প্রিয় কবি। অপূর্ব! অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য। ভালে থাকবেন সবসময়। শুভ সকাল।
সুন্দর মনোরম শিশুতোষ কবিতা লিখেছেন প্রিয় কবিজী। অনেক শুভেচ্ছা জানাই।
ভালো ছন্দে লেখা কবিতা। সুন্দর।