ভোলানাথের চিঠি
বোরহানুল ইসলাম লিটন
=================৥৥৥


ভোলানাথ চিঠি গোপনে লিখিতে
বসিয়া রাত্রি বেলা,
কখনো ভেসেছে খুশির সায়রে
স্বপ্নে করিয়া খেলা।


কখনো বা জমে হৃদয় আকাশে
শঙ্কা ভীতির মেঘ,
অবুঝ সাহসে যতনে কেড়েছে
লাজ শরমের বেগ।


প্রেয়সী যে তার পাশের বাড়ির
অবলা লক্ষ্মী রানী,
কথা যেন তার সিন্দুকে ভরা
বাক্সে হৃদয়খানি।


কতো গেছে ক্ষণ আশায় ভাবিয়া
বলেনি মনের কথা,
ভোলানাথ ভয়ে অন্তর মাঝে
রেখেছে প্রেমের ব্যথা।


বিহিত একটা করতেই হবে
করিয়া হৃদয়ে পণ,
বসেছে আজিকে পত্র লিখিতে
গড়ায়ে চলেছে ক্ষণ।


সামনে যদি বা এক পা বাড়ায়
পিছনে ফিরায়ে দুই,
খুঁজিয়া চলেছে সুধা মাখা কথা
খেয়েছে যেন তা উই,


অবশেষে লিখে ‘লক্ষ্মী তোমায়
বড্ড বেসেছি ভালো’,
তখনি হাসিয়া ধরণী বুকে
ফুটিল ভোরের আলো।


===================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৬/২০২০ইং।