বিধির খেলা
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


দ্যাখরে বিধির খেলা,
দীনুর বদনে জ্যোৎস্নার হাসি
ধনাতে মেঘের ভেলা।


প্রাচীর ফাটলে ফুটে যদি কভু
নাম হীনা এক ফুল,
শোভিত বাগে রা ‍দেবে কি মূল্য
ভেবে আপনার তুল?


কখনো সে আয়ু যাবে নাকো থেমে
পাঁকেতে জন্ম যার,
অবলা অনাথও রৌদ্র ছায়ায়
স্বপ্ন করিবে পার।


রাজার কান্ধে উঠে যদি ঝোলা
এ মোর বিধির শান,
অন্ধ দীনের অন্তরে আলো
করিবে কি কেউ দান?


খোদা ভীতি যদি জেগে নিরবধি
অন্তরে নেয় বাস,
মায়া ভরা মোহ পারে কি কখনো
মিটাতে তাহার আশ?


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৬/২০২০ইং।