বিপন্ন জীবন
বোরহানুল ইসলাম লিটন
=================



দুখ গুলি মনে বসে
যদি করে ভর,
চারপাশ ঘিরে ধরে
আশিনের ঝড়।


জীবনটা হয়ে ওঠে
হাল ছাড়া তরী,
চলন-ফিরন সে তো
কাঁটা হীন ঘড়ি।


বেশ-ভূষা ঠিক যেন
বাবলার গাছ,
উপহাস লাঞ্ছনা
ছাড়ে নাকো পাছ।


চোখ দেখে মনে হয়
চৈত্রের নদ,
প্রেম প্রীতি ভালোবাসা
নাকে দেয় খত।


পণ সাধ সংশয়
বারে বারে টলে,
এর মাঝে আশা টুকু
নিভূ নিভূ জ্বলে।



*****************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০২/২০২০ইং।