বীর সন্তান (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
================


ভক্তিতে মোর জীবন গড়া
বীর বাহাদুর ছেলে,
ঘরকন্নায় দিন কেটে যায়
ছক্কা লুডোর চালে।


জন্ম নিয়ে মানব কুলে
শিখছি গাধার ডাক,
খাটের তলায় লুকিয়ে শুনি
খেঁক শিয়ালের হাঁক।


ভূত পেরতের কিচ্ছা শুনে
মন করে প্যান প্যান,
মুরগী জবাই রক্ত দেখে
হারিয়ে ফেলি জ্ঞান।


সারা গেরাম ঘুরতে সবার
খবর রাখি রোজ,
ঘোর বিপদে পরলে করি
কচুর ঝাড়ের খোঁজ।


মায়ের কথা ভাল্লাগেনা
সোনাই আমার জান,
ধর্ম কথায় মনটা কাঁদে
ডুকরে উঠে প্রাণ।


অসীম জ্ঞান আর মানবতা
মোর তুলনা নাই,
বাপকে পাঠাই পরের বাড়ি
আমি সবার ভাই।।



********************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০২/২০২০ইং।