বিরানের ভীরু আর্তনাদ!
========================@@@


তখন আকাশে চাঁদ থাকতোই জেগে
জ্যোৎস্নার ধারে এঁকে নির্ভেজাল খলবলে হাসি,
বাড়ন্ত বন্যার জাগা ভাসমান ক্ষেতে
বেভুলা হাঁসের মতো গল্প করতাম
ব্যাকুলে যখন বসে তুমি আর আমি পাশাপাশি।
কতো যে কেটেছে কাল এমনিভাবে নিভৃতে
সবল স্বপ্নের বুকে মিলে-মিশে সঁপে অনুভব,
তবুও জানি না কেন একদিন তুমি
নিজেকে আড়ালে রেখে অনায়াসে ভুলে গেলে সব।


অনেক ভেবেছি আমি নিদ্রা স্নান ভুলে
রোদেলা দুপুরে ছুটে বাস্তুহারা ফড়িঙের মতো,
নির্দয় স্মৃতির ঘাতে আবার এসেছি ফিরে
বেড়েছে অন্তরে শুধু অজান্তেই দগদগে ক্ষত।
চারিদিকে ঝঞ্ঝা আজ কান্নারত ঘনঘোর
উঠলেও রাতে চাঁদ,
নিষ্প্রাণ আমার কাল বড় অসহায়
বর্ণ ক্ষয়ে গড়ে তাই ’বিরানের ভীরু আর্তনাদ!’


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন