বিরহী নিশি (ট্রায়োলেট-৩২)
====================@@@


ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
পাখির স্বপ্ন যতো হয়েছে অরাতি।
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
তবুও ঝিঁঝিঁর ডাক উঠেছে কি মাতি,
ভুলেছে মশক বলে নালার দু’কূল?
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন