বোবার বোকামি (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
==============//


বাজারে এক লোককে ধরে
দিচ্ছে বেদম ঝার,
কেউ বলছে সাক্ষী আমি
কেউ বা দোকানদার।


বলছে কটু খারাপ কথা
কথ্য ভাষায় গালি,
শুনতে কেহ ফুঁসছে রাগে
দিচ্ছে বা কেউ তালি।


মারের চোটে লোকটি শুয়ে
হারায় যখন জ্ঞান,
ডাক্তারেতে যাচ্ছে কেহ
আনছে বা কেউ ফ্যান।


কাঁপছে কেহ থরথরিয়ে
পড়ছে বা কেউ কেটে,
বলছে কেহ মাথার ব্যথা
মারছে মোচড় পেটে।


আইন যদি জানতে পারে
মন্দ সবার ফল,
তাই তো কেঁদে ফঁসফঁসিয়ে
ফেলছে বা কেউ জল।


মনুর চাচা বললো দেখে
লোকটা আমার চেনা,
সত্য কথা লোকটা ‘বোবা’
অনেক আগের জানা।


’বললে কথা বাঁচতো মাথা’
কাঁদছে বিবেক শেষে,
মানবতার জ্বর এসেছে
ঘুরছে পাগল বেশে।।


***********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৩/২০২০ইং।