বোদ্ধার বাঁকে (ট্রায়োলেট-৩০)
=====================@@@


বোদ্ধা বুড়ো কাড়লে ধরার দম্ভ অহম সব,
আঁধার দেখে চমকে উঠে কাল যমুনার জল!
চঞ্চলা সার ধায় খলোকে বন্ধ করে জব,
বোদ্ধা বুড়ো কাড়লে ধরার দম্ভ অহম সব!
শুকপাখি তার রঙ ভুলে হয় পিঞ্জরে নীরব,
হাতছানি দেয় নয় অতিদূর দম হরা ঈগল!
বোদ্ধা বুড়ো কাড়লে ধরার দম্ভ অহম সব,
আঁধার দেখে চমকে উঠে কাল যমুনার জল!


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭-০১-২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন