ছড়াক্কা (বগীলা ও দু’টি পাখি)
=====================@@@


বগীলা


বাঁশ ঝাড়ে ক্যান ডাকিস রে তুই কোকিলা?
দুলছে দেখে কালের বাতি
উঠছে আড়ে ভ্রম যা মাতি
আমি না হয় সইবো বসে
রোজ ধরে দুখ চুপটি কষে
মান বিনে যে কাঁদবে আমার বগীলা!


দু’টি পাখি


দু’টি পাখি দেয় মনে দোলা!
একটি সাজাতে মান
জেগে নিতি দিনমান,
হাসি আর কান্নাতে
অবিরাম থাকে মেতে,
অন্যটি রাতে হরবোলা।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/১২/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন