বৈষম্য
বোরহানুল ইসলাম লিটন
================



এ কেমন তোমার খেলা গো বিধি
এ কোন তোমার লীলা।
কেউ শুয়ে থাকে রঙ্গের দালানে
কেউ থাকে গাছতলা।


টাকা পয়সায় দিশেহারা কেউ
নামি দামি কারবার,
কারো বা দু-মুঠো ভাতের অভাবে
দিবা নিশি হাহাকার।


রসনা বিলাসে ভুঁড়ি গড়ে কেউ
কমাতে চলেছে হেঁটে,
কারো পেট পিট এক হয়ে আছে
দু-বেলা খাটুনি খেটে।


নতুন পোশাক, ছিঁড়ে কেউ করে
আধুনিক ডিজাইন,
ইজ্জত বাঁচাতে কেউ বা কাপড়ে
তালি মারে রঙ্গিন।


কেউ মরে সুখে কেউ বা অসুখে
বুঝি না তোমার রীতি,
টাকা দিয়ে কেউ স্বর্গ কিনিছে
কারো মনে শুধু প্রীতি।



********************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০২/২০২০ইং।