বল না ’মা’
বোরহানুল ইসলাম লিটন


আচ্ছা মা, প্রথম যেদিন
তোর কোলে আমি আসি,
কেমন ছিলো দিনটি আর তুই
কেমন ছিলি খুশি?


সেই দিনটার কথা তোকে
কেমনে বুঝাই বল,
মোর খুশিতে হেসেছিল
সমগ্র ধরাতল।
হেসেছিল মোর দয়ার সাগর
খোদা মালিক সাঁই,
ঐ দিনটির সম যে কিছু
এই দুনিয়াতে নাই।
জন্মের ঠিক তিন মাস আগে
তোর বাবা গেছে চলে,
আশায় আশায় বুক বেঁধেছি
বাঁচবো তোকে পেলে।
মনের আশা করলো পূরণ
মহান দয়াময়,
তাই তো এই দুনিয়াতে আর
চাওয়ার কিছু নাই।


দুনিয়া থেকে বিদায় নিবার
কয়দিন ই বা আছে বাঁকি,
যাসনে রে মা আমায় ছেড়ে
দিয়ে কভু ফাঁকি।
তোর কোলে মা থাকতে যে চাই
সারা জনম ভর,
অমন অবুঝ হসনে খোকা
কেউ নয় অমর।
যাসনে রে মা আমায় ছেড়ে
ঐ দূর আকাশের দেশে,
’তাই কি রে হয়’ মা তখন কয়
চোখের জলে ভেসে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০১/২০২০ইং।