বরের শোক (রম্য)
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@


ভর দুপুরে বিয়ের বাড়ি ভীষণ হট্টগোল,
সেই খবরে নামছে বেগে জন মানুষের ঢল,
কেউ জানে না কান্ডটা কি
জানতে সবাই দিচ্ছে উঁকি
বলছে ক’জন বরটা নাকি ফেলছে চোখের জল।


চললো তাতে অন্ধ গুজব নেই কনেটার ঢক,
বলছে বা কেউ হয়নি চয়েস পিত কালারের ত্বক,
তাই বুঝি রোখ ফুঁসকে উঠে
আজ নিয়ে সব ইচ্ছা লুটে
ছল কলা সব তুলছে ফুটে কষতে বাঁচার ছক।


চলছে যখন হৃদ রোচকের তুঙ্গে উঠে তড়,
কর্ণে এলো গোপন খবর কাঁদছে কেন বর,
পায়নি বলে বিয়ের দাওয়াত
ভর গতকাল খায়নি সে ভাত
আজ খেয়ে তাই পাইছে আঘাত একটা চাচার চড়।


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭-০২-২০২১ইং।