বর্ষার একদিন
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥


এক কেজি চাল নেইকো ঘরে
সবজি লবণ তেল,
সব জেনে খল বৃষ্টি তবু
করছে মজার খেল।


ধাপ বাড়াতেই দোর বাহিরে
বিজলী চমক বেশ,
ক্ষণ প্রতি ক্ষণ বৃষ্টি ঝরে
করছে জীবন শেষ।


রাগ করে তাই অন্নহীনে
যেই দিনু এক ঘুম,
ছোট্ট বেলার স্বপ্ন দিলো
গাল ভালে দুই চুম।


ঘুরছি সবাই মামার দেশে
দুষ্টু সাথীর দল,
বাগ-বাগিচায় করছি চুরি
ফুলগুলি আর ফল।


লাঠ নিয়ে যেই করলো তাড়া
মিষ্টি আমার নানী,
উল্টে দেখি খাটের তলায়
জমছে আধেক পানি।


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৭/২০২০ইং।