বর্ষারাণী
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


মাতাল মেঘের ভেলা
তাণ্ডবে ঝালাপালা
রাত্রি দিবসে দেখে অবিরাম খেল,
কখনো বৃষ্টি ভিজে কখনো বা রোদে
জীবনটা যেন এক থার্টিন আপ মেল।


হায়রে বরষা নাকি সময়ের রাণী,
যে দিকে তাকাই শুধু পানি আর পানি।
গঞ্জ গেরাম যেন
ছিন্ন বাঁধনে হেন
ঠিক যেন ভাসিতেছে কচুরীর ভেলা।
মানুষ অবলা পশু করে অসহায়
কেমনে খেলিস তুই ধ্বংসের খেলা?


ফসলের মাঠ সে তো বড় অসহায়,
স্ব মূলে উপড়ে গাছ করে হায় হায়।
হারায়ে আবাস বাড়ি
মানুষের আহাজারি
বাঁধের উপড়ে গড়ে ক্ষণিকের বাস।
কতোটা বিনাশ হলে খুশি ভরা মনে
মিটবে বলতো তোর জীবনের আশ?


রোগ শোক বয়ে আনা তোর তো স্বভাব,
বিশুদ্ধ পানি নেই পথ্য অভাব।
অবলা গরীব দুখী
কান্না কেমনে রুখী
যায় না কি কানে তোর রোনাজারি রোল?
কেন বা শঙ্কা ভীতি জনমনে গড়ে
মাতালে বাজাস তোর তলাহীণ ঢোল?


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৭/২০২০ইং।