বসন্তের আগমনে
বোরহানুল ইসলাম লিটন
================//


শীতের বিদায় বেলা
পুলকিত মনে,
প্রকৃতি জেগেছে যেন
সাজ সাজ রণে।


দখিনা বাতাস বয়
উড়ে প্রজাপতি,
ঘাসে ঘাসে দোল খায়
সুখাতুর মতি।


ফুটেছে মহুয়া জুঁই
অশোক শিমুল,
রঙিন হাসিতে ভরা
নদী দুই কুল।


সরিসা গমের ক্ষেত
মাঠ ভরা ধান,
কৃষকের মুখে হাসি
বাংলার প্রাণ।


আমের বাগানে কতো
ভ্রমরের খেলা,
মৌমাছি মধু বনে
ঘুরে সারাবেলা।


গাছ পালা ভরে কচি
নব পাতা ফলে,
উৎসবে মাতোয়ারা
জন কোলাহলে।


চারপাশ মুখরিত
কোকিলের ডাকে,
ঋতুরাজ হাসে তাই
দোলা দেয় মনে।।



*******************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৩/২০২০ইং।