বৃষ্টির দিনে
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


বৃষ্টি মুখর দিন
দুষ্টু খোকা তাইতো নাচে
ধিন তানা ধিন ধিন।


গাছের ডালে চুপসে টুনি
লাগছে ভীষণ শীত
নেই বুঝি তাই গীত,
দেখতে এসে দুষ্টু খোকা
পড়লো পটাং চিত।


সর্প বসে ঝোপের আড়ে
ধরছে বিশাল ব্যাঙ
লম্বাটে চার ঠ্যাং
জান বাঁচাতে জোরসে মারে
ডাক দিয়ে এক ল্যাং,
দেখতে পেয়ে আঁতকে হলো
মুরগী মাথার হ্যাং।


শব্দ হীনে ছাগল গরু
পারছে বিষম ঘুম,
এই সুযোগে রক্ত খেয়ে
করছে মশক ধুম,
ডাঁশ মাছিরা উড়ছে পড়ে
দিচ্ছে বারেক চুম।


নামছে স্রোতের ঢল
মুরগী বসে ঘরের কোণে
হাঁস করে কল কল,
ডুব সাঁতারে ফুর্তি করে
ফেলছে দু’দিক জল।


মেঘ গুড় গুড় ডাক
বইতে বায়ু দমকা ধীরে
দিচ্ছে ক্ষণিক হাঁক।
ঘরের চালে চুপটি বসে
ভিজছে দু’খান কাক।


==================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৭/২০২০ইং।