বুঝিনি সেদিন, বাঁশরির হৃদ ও
আমিও যে ম্লান (তিনটি অনু)
=========================@@@


(১) বুঝিনি সেদিন


শুধুই একটা রাত দিয়ে গেছো তুমি
উদরে সাজায়ে বায়ু ঝড়ো,
প্রয়াত দিনের কথা নিরালায় জপে
বুঝিনি সেদিন আমি এ’ হৃদয় সঁপে
ঘোরালো প্রসার তার
দিনে দিনে এতো হবে বড়!


(২) বাঁশরির হৃদ


নিস্তব্ধ নিশীথে জেগে সুহাসিনী চান
জোছনা ছড়ায়ে রাখে ধরণীরে সোহাগের তল,
বাঁশরির হৃদে কোন শিশিরের গান
মরালীর অশ্রু হয়ে তবু দানে যাতনা অটল!


(৩) আমিও যে ম্লান


জড়াতে চাই না এই পৃথিবীর কোন
বাড়ন্ত বন্ধনে আর
অতল কষ্টের হোক চির অবসান,
থাকো তুমি মাটি হয়ে
আমিও যে ম্লান,
অদূরে ঘুরছে ক্ষণ হবো দোঁহে সমানে সমান!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন