চাইলে কি ভাই ভুলতে পারি!
===========================@@@


ছোট্ট বেলার অমন স্মৃতি চাইলে কি ভাই ভুলতে পারি!
মাটির গড়া বদনা কলস এক পাশে তার মাছের হাড়ি!
মায়ের বকা ফিরলে রাতে
কিংবা না ঝোল মাখলে ভাতে
ছিঁচকাঁদুনে পিচ্চি যে তার ভাগ না পেলে কত্তো আড়ি,
ছোট্ট বেলার অমন স্মৃতি চাইলে কি ভাই ভুলতে পারি!


যায় কি ভুলা আম তলের সেই তুচ্ছ কথার ঝগড়া-ঝাঁটি!
ইস্কুলের গান কঞ্চি ক’টা যোদ্ধা সাজার পানসে মাটি!
গুড্ডি ছেঁড়া বিকেল বেলা
ভীষণ দূরে দৌড়ে চলা
অংক কষায় গুন না পেরে বোনকে দেয়া উল্টো ঝাড়ি,
ছোট্ট বেলার অমন স্মৃতি চাইলে কি ভাই ভুলতে পারি!


আষাঢ় মাসের রঙিন পুঁটি দিশ ভুলা হাঁস নতুন পানি,
ভুলবে কে ভাই কার্তিকের শীষ ধূর্ত যে মাছ বগি কানি!
তালগাছ অ’লা পুকুর পাড়ে
দোল খাওয়া কাশ উলুর ঝাড়ে
খেলার মাঠে সেই যে দাদুর জ্ঞান না দেয়ার খবরদারী,
ছোট্ট বেলার অমন স্মৃতি চাইলে কি ভাই ভুলতে পারি!


নাও লগি জাল শাপলা-শালুক পাকুড় শাখে মাতামাতি,
যায় কে ভুলে ভর দুপুরের দুষ্টুমি আর চড়ুইভাতি!
নাড়ায় পুড়া শিমের মজা
ঈদের জামা সাতাশ রোজা
হাটের শেষে ধুল মাখা গায় মেঠো পথের গরুর গাড়ি,
ছোট্ট বেলার অমন স্মৃতি চাইলে কি ভাই ভুলতে পারি!


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন