চঞ্চলা স্মৃতি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


যায় নাকো ভোলা ক্ষণিকের স্মৃতি
যদি জেগে থাকে হৃদয়ের কোণে তান,
কখনও যা হাসে কখনও যা কাঁদে
অক্ষি সজলে নিভৃতে গেয়ে গান।


যদি চোখে পড়ে বৃক্ষ শাখায়
পক্ষী যুগল মেতে আছে আলাপনে,
স্মৃতির চঞ্চু কর্কশ ঘাতে
ভাবাতে তখন ক্ষত করে দেয় রণে।
আষাঢ়ে নীরদ যদি কভু ডাকে
চঞ্চলা বায়ু পারে না ঠেকাতে বান।


নীরব নিশীথে সলাজে ইন্দু
যদি ঢেলে দেয় ললিত আলোক ছটা,
নির্ঘুম তোমা হৃদয়ে করবে
স্মৃতিরা তখনই বিজয়ের ঘনঘটা।
না-ই যদি থাকে ঋতুর চক্র
বাঁচে না কখনও ভব প্রকৃতির প্রাণ।


কত ফুল ফুটে ঝরে অগোচরে
একটু যতনে কে বা রাখে তার খোঁজ,
কিছু স্মৃতি তবু মাল্যতে গাঁথে
ভুলতে গেলেও ঝুলে থাকে গলে রোজ।
আবেশিত তোড়ে বসন্ত জাগে
যদি মনে বাজে তুমি কোকিলের গান।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০১/২০২১ইং।