খুকি ও চাঁদের বুড়ি (শিশুতোষ)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


চাঁদের বুড়ি চরকা থেকে
দিচ্ছে সুতো ছুঁড়ে,
মেঘ হয়ে তা ধোঁয়ার মতো
চলছে উড়ে উড়ে।


জানলা মেলে তাই না দেখে
চুপটি দিয়ে উঁকি,
করছো কি গো বললো ডেকে
আড় নয়নে খুকি।


ডাক গেলো যেই বুড়ির কানে
বললো দু’পাখ মেলে,
থাক না রে তুই আসছি আমি
জ্যোৎস্না আলোয় খেলে।


এসেই দিলো ছোট্ট খুকির
গাল ভালে চুম আঁকি,
পূত প্রভাতে কাক কবুতর
উঠলো তখন ডাকি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০২/২০২১ইং।