চাঁদের খুকি (শিশুতোষ)
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


আয় নেমে আয় চাঁদ মামা তুই
আয়রে মোদের ঘরে,
ছোট্ট খুকির গা মাথা আজ
যাচ্ছে পুড়ে জ্বরে।


নেই চোখে ঘুম একটুখানি
কাঁপছে চোখের পাতা,
আয় দিয়ে যা তোর গা থেকে
একটা গরম কাঁথা।


গাল ভালে দুই চুম দিবি আয়
খাইয়ে দিতে মুড়ি,
ঘুম গেলে তোর ছোট্ট খুকি
আনবো নি আজ চুড়ি।


নিস যদি সব জ্বর কেড়ে তুই
পট্টিতে জল ঢেলে,
কাল দু’জনায় খেলতে দিব
খেলনা পাতি মেলে।


আয় মামা আয় জলদি নেমে
দ্যাখ দিয়ে তুই উঁকি,
হাসছে কেমন মা’র ধরে গল
তোর আদরের খুকি।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০২/২০২১ইং।