চাষার ছেলে-১
বোরহানুল ইসলাম লিটন
===================@@@


বলছে খোকন বেশ দরদী সুরে,
বাপ নাকি তার ক্ষেতের ফসল
তুলছে রোদে পুড়ে।
তাইতো হয়ে সাথী,
কষ্ট নিবে ভাগ করে সে
মাথায় ধরে ছাতি।


ডাক দিয়ে তাই বললো শুনে মা,
খালি গায়ে যাস্ নে রে বাপ
গেঞ্জি নিয়ে যা!
মুখটি করে ভারি,
বললো ফিরে ফের দিলে ডাক
তোমায় দিব আড়ি!


চললো ফেলে সাধের চড়ুইভাতি,
এক হাতে তার পানির কলস
অন্য হাতে ছাতি।
মেঘ হয়ে উদাসী,
বাকহীনে ক্ষণ বইলো সাথে
মাথার উঁচে ভাসি!


এমনি ভাবেই দিনগুলি যায় খেলে,
দুঃখ সুখে কয় তবু রোজ
আমিই চাষার ছেলে!
মনটা বলে খাসা,
সুর গীতি রয় গহীন কোণে
নিত্য গড়ে বাসা!


===================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৪/২০২১ইং।