চিনলো না, পরতাম যদি, রহস্যময়ী ও
বোধ হয় (চারটি পরমাণু)
[email protected]@@
(১) চিনলো না
উইঘুরে নেমে কালের সন্ধ্যা
খেয়েছে অনেকই ব্রেন,
চিনলো দেখে মনুষ্য সার
সিরিয়া বা ইয়েমেন!
(২) পারতাম যদি
পারতাম যদি দিতে এ’ হৃদয়ে
চান্দের আবাসন,
হতো না আঁধার গগনের বুক
ধরাতল আমাজন!
(৩) রহস্যময়ী
রহস্যময়ী সাবালিকা ছিলে
কালো রঙে হরতন,
যতোই দেখেছি হেরে গেছে বুকে
চিরায়ত পুরাতন!
(৪) বোধ হয়
ভালোবেসে এ’ ভাঁড়ারে যা জমেছে ফল -
দেখে আজ মনে হয়
চেয়েছিনু বোধ হয়
প্রখর দুপুরে রোজ কুয়াশার জল!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৩/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
ভালোবেসে এ ভাঁড়ারে যা জমেছে ফল''- দারুণ আবেগময় পরমাণু কাব্য ত্রয়ী। মনোরম ভালোলাগাই অশেষ।
শুভেচ্ছা ,শুভকামনা নিরন্তর কবি।
দারুণ আবেগঘন জীবনবোধ ও মানবিক ভাবনার চারটি পরমানু কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
চমৎকার ভাবনায় চারটি পরমাণু নিয়ে অসাধারণ সুন্দর উপস্থাপনা । মুগ্ধ হলাম প্রিয় কবি ! অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল কবিতার পাতায় ।
চমৎকার অনুভূতির অনন্য পরমাণু পাঠে শতভাগ মুগ্ধতা রাখিলাম পাতায় শ্রদ্ধেয় প্রিয় কবি। অপূর্ব! অফুরন্ত শুভকামনা থাকলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময় প্রিয় কবি।
ফোর ইন ওয়ান!
চমৎকার এবং মুগ্ধ!
শুভেচ্ছা অন্তহীন প্রিয় কবি।
অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ হলাম প্রিয় কবি। খুবই ভালো লাগলো। ভালো থাকবেন প্রিয় কবি।
অপূর্ব ! জাগ্রত সুন্দর জীবনবোধ ভাবনায় ছন্দ কাব্য প্রকাশ , মুগ্ধ ।
শুভসকাল , প্রবুদ্ধ প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা ।
অসাধারণ কাব্যিকতা,মুগ্ধতার সুখপাঠ্য, শুভকামনা নিরন্তর।
অনন্য জীবন ও সমাজ ভাবনার গভীর পর্যবেক্ষণ ও উপলব্ধি থেকে লেখা অপূর্ব সুন্দর, অসাধারণ কবিতাগুচ্ছ। মুগ্ধ পাঠ, "চেয়েছিনু বোধ হয় /প্রখর দুপুরে রোজ কুয়াশার জল!"
অনেক অনেক অভিনন্দন ও শুভেচছা, প্রিয় কবি।
চমৎকার লিখেছেন কবি
অনেক শুভেচ্ছা রইলো
খুব সুন্দর কবিতা। ভালো লাগল
অনেক শুভেচ্ছা জানাই
কবি সব কটি অসাধারণ লিখেছেন পাঠে মুগ্ধতা রাখিলাম আপনার কবিতায় ধন্যবাদ।
উপমা অলংকরণ সমৃদ্ধ করেছে আপনার কাব্যিক প্রয়াস কে।ভালো লাগলো খুব।
চমৎকার একটা কবিতা পড়ে
চমৎকার উপমায় অলংকৃত করেছেন।
নিরন্তর শুভকামনা প্রিয় কবি।