চিন্তা করি তাই (রম্য)
বোরহানুল ইসলাম লিটন


বাজার থেকে ফিরে দেখি
বউ বাড়িতে নাই,
বসে চিন্তা করি তাই।


পাশের বাড়ি বেড়াতে গেছে
ডেকে আনলো ভাই,
বসে চিন্তা করি তাই।


পাখা এনে করছে বাতাস
রেগে যদি যাই,
বসে চিন্তা করি তাই।


বলি বুদ্ধি কি দেয়নি মাথায়
খোদা মালিক সাঁই,
বসে চিন্তা করি তাই।


খাসির মাংস রান্না করো
দুপুরে যেন পাই,
বসে চিন্তা করি তাই।


নতুন আলু এনেছি কিনে
চিন্তার কিছু নাই,
বসে চিন্তা করি তাই।


তেল মসলা বেশি দিও
ভুনা যেন পাই,
বসে চিন্তা করি তাই।


ব্যাগটাতে হাত দিয়ে দেখি
মাংসের পোটলা নাই,
বসে চিন্তা করি তাই।


মন মেজাজটা খারাপ হলো
কি যে করি ছাই,
বসে চিন্তা করি তাই।


বউ বলে তুমি বোকার হদ্দ
জ্ঞান-গরিমা নাই,
বসে চিন্তা করি তাই।


আনমনে তাই ভাবছি বসে
সত্যিই কি তাই,
বসে চিন্তা করি তাই।


হঠাৎ করে পড়লো মনে
আমি তো মাংসই কিনি নাই,
স্তব্ধ দাঁড়িয়ে রইলাম ঠাঁই।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০১/২০২০ইং।