চিন্তার চক্র
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


গুন গুনা গুন গায়,
চিন্তা যখন আনমনে রয়
মন পবনের নায়।
আর ফিরে কি চায়!
একলা যদি পৌঁছতে পারে
বাল্য স্মৃতির ছায়!


এহেন কালে হোক না কাজে
দেয় যদি কেউ ডাক,
সিটকে তুলে নাক
রোষ মেজাজে চায় যেন সে
দরজা করে ফাঁক।
করবে কে আর পাক!
ধার পেয়ে দুই অক্ষি হলে
নাগর নদীর বাঁক!


মন হারালে সুর,
চিন্তাটা হয় চৈত্র দাহের
ধুমসা উদাস পুর।।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/১২/২০২০ইং।