চক্ষুর জ্বালা (৩০০তম নিবেদন)
বোরহানুল ইসলাম লিটন
======================@@@


চক্ষু হতো রক্ত বরন  দেখলে তোমার ভাল,
মন বলতো কাটবো না আর আনতে কুমির খাল।
করলো যেদিন প্রেম সুরা পান রূপ দেওয়ানায় মন
সেদিন থেকে আড়াল হলেই চোখ দুটি হয় লাল।


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/১১/২০২০ইং।