চকোরের মতো ভাব (ট্রায়োলেট-৩৮)
[email protected]@@
মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি,
আর তা দেখে নাও দিলে তার সুজন জেগে সাড়া,
রাত এলে সেই উঠবে মেতে সখ্যে তবু শশী,
মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি।
বুঝে যদি আবডালে রয় হুতোম সেও বসি,
তার মনে প্রেম গড়বে জেনো বলগা ছেঁড়া তাড়া।
মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি,
আর তা দেখে নাও দিলে তার সুজন জেগে সাড়া।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
06/04/2022ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনন্য সুন্দর ট্রায়লেট !প্রিয় কবিকে অনন্ত
শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
শুভরাত্রি !
অনন্য সাধারণ কাব্য কথাকলি। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার ট্রায়োলেট কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
ভীষন সুন্দর ট্রায়োলেট।। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।।
সুন্দর রূপকে মানবতার কথা- কাব্য , অশেষ মুগ্ধ ।
প্রিয়কবিকে শুভেচ্ছা অশেষ । ভাল থাকুন সদা।
জীবন ভাবনার দারুন অনুভূতিময় অনবদ্য উপস্থাপনা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দারুণ
চমৎকার
দারুন সুন্দর ট্রায়োলেটে মুগ্ধ হলাম,
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
ভালো লাগার এক চমৎকার প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা
সৃজনশীল মনোমুগ্ধকর কাব্য মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। এককথায় অসাধারণ ট্রায়োলেট। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা থাকলো।
অপূর্ব! চমৎকার লিখেছেন কবি I খুব ভালো লাগল l অনেক শুভকামনা রইল কবি I
হুম অসাধারণ লিখেছেন খুবই ভালো লাগলো ধন্যবাদ।
এই দুনিয়ার মানুষ আমরা একে অপরে নির্ভর। সেই জায়গাতে কেহ চাকর কেহ মনে করি ধনি! হায়রে মানবতা? সেই কথাটি জানে একমাত্র সৃষ্টিকর্তা অন্তজামী। অসাধারণ একটি কবিতা রচনা করে উপহার দিলেন প্রিয় কবিবন্ধু। শুভসকাল।।
জীবনবোধের অনন্য সৃজনশীল রচনায় মুগ্ধ। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অনন্য সাধারণ কাব্য কথাকলি। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।