চকোরের মতো ভাব (ট্রায়োলেট-৩৮)
========================@@@


মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি,
আর তা দেখে নাও দিলে তার সুজন জেগে সাড়া,
রাত এলে সেই উঠবে মেতে সখ্যে তবু শশী,
মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি।
বুঝে যদি আবডালে রয় হুতোম সেও বসি,
তার মনে প্রেম গড়বে জেনো বলগা ছেঁড়া তাড়া।
মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি,
আর তা দেখে নাও দিলে তার সুজন জেগে সাড়া।


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
06/04/2022ইং।



@বোরহানুল ইসলাম লিটন