চোরের চাপে (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


লিখবো আমি সেই কবিতা
মিলবে না যার জুড়ি,
দেখলে চোরে খেই হারাবে
করবে না কেউ চুরি।


শব্দগুলো সাজিয়ে দিব
থাকবে না তার কার
পড়লে চুলে জট পাকাবে
ছিঁড়বে মাথার তার।


শব্দ মাঝে শব্দে ‍দিব
ছন্দ বেতাল সুর,
দেখলে পাবে গন্ধ যেন
পিঁপড়ে খাওয়া গুড়।


বাক্য হবে কাব্য সম
লম্বা বাইশ হাত,
ভাব গরিমা এমন দিব
আজ বাজি কাল মাত।


তারপরে তে না হয় যদি
শিক্ষা তাদের মনে,
বুঝবো তারা সব খোয়েছে
মূর্খ মনের গুণে।।


==============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৪/২০২০ইং।