চৈত্রের চুম
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


চৈত্র মাসের চুম,
একদিকে ঘাম অন্যে ফসল
চলছে মাপার ধুম!


জল বিনে মাঠ রুক্ষ ধু ধু
কাঁদছে ফেটে বিল,
ভুখ লেগে তাই করছে বিলাপ
দুষ্টু গগন চিল।
তালকানা এক ছাগের ডাকে
ঘুরছে গরু দুর্বিপাকে
সব সয়েই আজ পাখ পাখালি
পারছে তবু ঝুম,
চৈত্র মাসের চুম।
একদিকে ঘাম অন্যে ফসল
চলছে মাপার ধুম!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৩/২০২১ইং।