চুলকানি (মজাক্ষরা - ১)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


দুনিয়া টা
যদি হয়
প্রতিদিন
নব সাজে খেলাঘর,
কু জনের
ভিড়ে হয়
নিজগুলো
জীবনের সব পর।


ধন জন
মহা সুখ
যদি হয়
স্বপনের হাতছানি,
ঠিক জেনো
হৃদ ভরা
আছে দিয়ে
গরবের চুলকানি।


(মজাক্ষরা ছন্দে আকৃষ্ট হয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা তাই এই কবিতাটি
অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান-এর প্রতি
হৃদয়ের অকৃত্রিম ভালোবাসায় শ্রদ্ধার সাথে উৎসর্গ করলাম)


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৯/২০২০ইং।