দাসের দিশা
বোরহানুল ইসলাম লিটন
=============//


নদীর পথে বের হয়েছি
দেখতে সুজন পুর,
বিজ্ঞে এসে
বললো হেসে
এই তো খানিক দূর।


মিলবে দেখা উজান ভাটি
থামতে নদীর বাঁক,
থাকতে বেলা
নয়কো হেলা
শান্তি শালার ডাক।


ঢঙ্গ নায়ে রঙ্গ মাঝি
শক্ত আমার দাঁড়,
চলতে বেগে
থাকতে জেগে
মানতে নারাজ হার।


দুয়েক কিলো পথ পেরোতে
মিললো ছ’জন কেলে,
বললো হেসে
বন্ধু বেশে
যাসনে মোদের ফেলে।


মায়ায় মজে তুলতে নায়ে
উঠলো বিষম ঝড়,
ভজন হেরে
সাধন কেড়ে
করলো আমায় পর।


তুললো কেহ নায়ের চাটা
ছিঁড়লো বা কেউ পাল,
সুনাম কেড়ে
বিবেক মেরে
ধরলো ওরাই হাল।


নাও চলেছে অচিনপুরে
তুমিই প্রভু আশ,
রক্ষ মোরে
ভক্ত করে
অন্তরে দাও বাস।।


**********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৩/২০২০ইং।