====================@@@


এ কি অপরূপ রূপে মাগো তোর
গড়েছে বদনখানি!
যেদিকে তাকাই সুধা সুরে মিলে
নব নব হাতছানি।


আকাশে বাতাসে ছন্দের দোলা
অম্বুর ধারে গান,
দিবস ঘুমায়ে রজনীর বুকে
ছড়ায়ে চলেছে তান।


জীবন চক্র সুজলা চলনে
পাশে পেয়ে সূর শশী,
প্রকৃতির বুক ভরায়ে তুলছে
সদা চুম্বন চষি।


নানা রঙে এসে চঞ্চলা ঋতু
বৃক্ষরাজির তল,
সাজাতে ব্যস্ত কালের প্রবাহ
দিবা-নিশি অবিরল।


দেখে সে কাফেলা ভোলা মাঝি মাগো
গেয়ে উঠে আনমনে,
’ধন্য আমার এ জীবন যদি
মরি মা তোর চরণে!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪-০৮-২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন