দীনের দান
বোরহানুল ইসলাম লিটন
================


পাগল বসে মন আবেশে
পাংশুটে তার মুখ,
সাগর পাড়ে কাঁদছে একা
ভুলতে মনের দুখ।


বললো এসে সাগর হেসে
শোন না আমার কথা!
পাগল কুলে জন্ম নিয়ে
কিসের জীবন ব্যথা।


তোর জীবনে এই ভুবনে
নেইকো আশার দান,
দুঃখ রবে কাল পেরোবে
এই তো তোদের প্রাণ।


মরলে যাবি মাটির তলে
নয়তো চিতায় পুড়ে,
শুনতে টলে চোখের জলে
হাসলো করুণ সুরে।


বললো পাগল ‘খুল না আগল”
মুছতে মনের ছল,
তোর উদরে খুঁজলে পাবি
আমার চোখের জল।।


*******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০২/২০২০ইং।