দীনুর মহাভোজ (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


দীনুর বাড়িতে পড়িয়াছে নাকি
খুব খাবারের ধুম,
খবরটা যেন যতনে কেড়েছে
পাড়া পড়শির ঘুম।


বলিতেছে কেহ মহা আয়োজন
নবাবী ফলার ভোজ,
কেহ বা ফিরনি পায়েস বলিয়া
গুপে করিতেছে খোঁজ।


তবে কি গো দীনু করিয়াছে চুরি
কোথা পেলো এতো টাকা?
বিধিই দিয়েছে ব্যঙ্গে বাক্য
কেহ ছাড়িতেছে ফাঁকা।


বিচার একটা করতেই হবে
বলিতে কতেক জন,
ষাঁড়ের মতো ফুঁসিয়া চলিছে
অস্থিরে প্রতিক্ষণ।


মান্য মোড়ল ছুটিয়া আসিলো
শুনে খবরের ঢল,
জনতা পৌঁছিলো নীরবে পিছনে
দেখিবারে ঘোলা জল।


সাক্ষী সাবুদে অপরাধ মেনে
দীনু সাজে আজ দোষী,
রায় দিলো শেষে জরিমানা খত্
জনগণ হলো খুশি।


কোথায় বিবেক মানবতা আজ
তবে কি সকলে ঋণী?
ফলারে ছিল না ফল লুচি দই
পায়েসে দুগ্ধ চিনি।


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৮/২০২০ইং।