অন্তর মোর পাতকে যে ভরা
হে মহান দয়াময়,
তোমারে রাখিব পবিত্র সে বাস
আর কি এ ভূমে পাই!
ভিক্ষ মাঙি তাই কেঁদে দরবারে
আশায় নোয়ায়ে মাথ,
ক্ষমা করো মোর অপরাধ যতো
না ফিরায়ে ‍দু’টি হাত।
মঙ্গল করো ইহকালে সদা
পরপারে রেখো পাশে,
তুমি ছাড়া আর দো-জাহানে বলো
সহায় কে মোর আছে!
মৃত্যুতে দিও কালেমার সুধা
ঈমানের শ্বাসে মুখে,
গোসসা করোনা শুকরিয়া বিনে
চলেছি বলে গো সুখে।
সঙ্গী হইও আন্ধার গোরে
আলোকিত করে রাত,
নিরাপদে করো হাত ধরে পার
তীক্ষ্ণ পুলসিরাত।
ভয়ে কাঁপে এই অন্তরখানি
চাহিবার মুখ নাই,
দয়া করে তবু হাসরেতে দিও
আরশেরি তলে ঠাঁই।
পাপে ভরা মোর হিসাবের খাতা
নেই জনমের মান,
রহীম নামের রহমে গো তাই
বেহেস্ত করিও দান।