দু’টাকার আশা (সনেট)
[email protected]@@
যৌবন অঙ্গার হলে বার্ধক্যের ধারে
বইবো বিধ্বস্ত দেহ বহ্নিমান শ্বাসে,
হারলে স্বপ্নিল প্রেম কলঙ্কের দ্বারে
বিক্ষত প্রত্যয়ে রবো অশনির পাশে।
সজীব ব্যস্ততা গেলে মরুদ্যানে থেমে
ভঙ্গুর আস্থার বুকে বাঞ্ছা দিবো সঁপি,
কর্তব্যের তীব্র ঘাতে ক্লান্তি এলে নেমে
অতৃপ্তি যা চষে যাবো কুণ্ঠাহীনে জপি।
দুরন্ত শৈশব তবু নিবো আমি লুটে
নিষ্পাপ ক্রন্দন ধারা এ হৃদয়ে যাচি,
পালাবো ইস্কুল থেকে শত বাঁধা টুটে
বাঁশরী উঠলে হৃদে অনুভবে নাচি।
বৈশাখী মেলায় যাবো ভেবে কথা পাকা,
রাখিস মা বেঁধে যদি অঞ্চলে দু’টাকা।
(সকলের প্রতি রইল বাংলা নববর্ষের
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা অনন্ত)
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
শেষটায় বৈশাখ, তবে পুরোটায় এক জীবন আর জীবনবোধের নান্দনিক রেখাপাত। শুভকামনা সতত, সম্মানিত কবি। শুভ নববর্ষ।
স্মৃতি জাগানিয়া নান্দনিক কাব্যকথায় মুগ্ধতা...
শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা রইল কবি।
অপূর্ব, মন ছুয়ে গেলো কবি।
অনেক ভালো লাগা ও নুতন বছরের শুভেচ্ছা রইলো🙏💕।
চমৎকার কাব্যশৈলী প্রদর্শন করলেন প্রিয় কবি। খুব সুন্দর! ভীষণ মুগ্ধ! নববর্ষের শুভেচ্ছা প্রিয় কবি।
সুন্দর জীবন বোধের কাব্য! খুব ভালো লাগলো ভাই।
ভালো থাকো সব সময়।
নব বর্ষের অগ্রীম শুভেচ্ছা আর শুভকামনা রইল।
অনেক অনেক ভালো লাগলো।
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয়কবি।
নববর্ষ বরণের দারুণ আবেগঘন জীবনবোধের বিবিধ কবিতা,ভাল লাগলো,
নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইল।
শুভনববর্যে শুভকামনা রইল প্রিয় কবি।
অনন্য উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ বিকেল প্রিয় কবি
বছর শুরুর এই মুখরিত দিন
শুভকামনায় হোক হৃদয় রঙিন।
হার্দিক শুভেচ্ছা রইলো নতুন বছরে।
অনন্য শিরোনামে স্মৃতি জাগানিয়া দারুন সনেট।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
ভীষণ, ভীষণ ও ভীষণই ভালো সনেট। উচ্চাঙ্গের
এক রচনা। নববর্ষের হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অপূর্ব নান্দনিক সনেট! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! শুভ নববর্ষে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
অনন্য সুন্দর অনবদ্য জীবনবোধের চিত্রায়ণ রূপকতায় তুলে দিলো এক অনন্য উচ্চতায়; এর মুগ্ধতায় মন ছুঁয়ে যায় প্রিয় কবি। ভালো থাকবেন সবসময়। শুভ নববর্ষ।