দুখের দহন
বোরহানুল ইসলাম লিটন
===============৥৥৥


বিষাদের কোণে কেঁদে অযতনে
ভাসে যদি মোর নাম,
স্মৃতি নয় হেলা বিদায়ের বেলা
দিও বেদনার দাম।


হোক না ছলনে অশুভ লগনে
বেসেছিলে যারে ভালো,
অসহায় স্মৃতি হলে বা কি ক্ষতি
ঘন আঁধারের কালো।


ভেবে বেসে ভালো হৃদয়ের আলো
জানি না কি ছিল ভুল,
ভরেছি আঁধার কেঁদে হাহাকার
খোয়ে জীবনের কুল।


মননের সুখ আশা ভরা বুক
যতনে দিয়েছি ঢেলে,
করে অসহায় চলে গেলে তায়
হৃদয়ের সাথে খেলে।


ভাবি তোমা কথা অন্তরে ব্যথা
কেঁদে চলি আনমনে,
ভালো থেকো তুমি স্মৃতি যাই চুমি
দোয়া বিধাতার সনে।।


=================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৫/২০২০ইং।