দুখীর দান
বোরহানুল ইসলাম লিটন
======================@@@


বললো ডেকে টেপার মাতা শুনছ টেপার বাপ
চৌদিকে আজ সবার দেখি বিষম ধনের দাপ!
দান করে রোজ কর্ম বিনে
ওরাই নিবে স্বর্গ কিনে
দীন বলে কি মোদের তবে নেইকো কোন মাফ!


টেপার বাবা বললো সে তো শ্রেষ্ঠ বিধির শান,
ইচ্ছে পুষেই পারবে তুমি রাখতে নিজের মান।
দুই মুঠো চাল প্রতি সাঁঝে
রাখবে তুলে হিয়ার মাঝে
খোঁজ করে তা ভুখার সেবায় করবে চুপে দান।


পরের তরেই মানব জনম স্বর্গ তো তার সার,
শ্রেষ্ঠ বিধির তুষ্টি বিনে খুলবে কি সে দ্বার!!


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০২/২০২১ইং।