দুঃখ আমার সাথী
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


দুঃখ আমায় খুব ভালোবাসে
তাইতো কখনো যদি ভুলি অবহেলে,
দ্বিগুনে সে ধরে বক্ষে জড়ায়ে
যায় নাকো তবু ক্ষণিকের তরে ফেলে।


কখনো থাকলে বসে নিরজনে
জাগে যদি তাতে হারানো দিনের স্মৃতি,
সাথী সেজে দুখ ধেয়ে আসে সাথে
শান্তনা দিতে হয়ে বিরহের গীতি।
আষাঢ়ে গগনে যেন দিবা নিশি
খুশি আলাপনে মেঘ একসাথে খেলে।


সুখ সুখ বলে যদি কেঁদে মন
ভাবনার বশে কল্পের দেশে ঘুরে,
আশা স্বপ্নের মায়া হয়ে দুখ
পশ্চাতে চলে ভেলা বন্ধনে উড়ে।
অন্তর শুনে সায়রের ডাক
যদি বা ক্ষরণ দ্বার ধরে কভু মেলে।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৩/২০২১ইং।