দুঃখই আমার সাথী
========================@@@


সম্মুখেই দেখি শুধু দুখের রোদেলা পথ,
তবুও ওরাই আজ পাকুড় অশ্বত্থ।
যদিও খুঁজলে তরী,
সজোরে জাপটে ধরে এ হৃদয় এক
অকূলে ক্রন্দনরত ক্ষ্যাপা ঘোর বিভাবরী।


গগন চিলের পাখে স্বপ্ন আমি তবুও সঁপি না
মেঘালয়ের সদরে বাসর রচবো বলে,
দিই না সুখের আশে ক্ষণকাল যোগ
হেমন্তের বুকে ক’টা শালিকের সুরেলা কোন্দলে।
চাঁন্দের আলোয় নেয়ে যদি করে ডাহুকেরা গান,
ব্যাকুল দু’চোখে দেখি বক্ষ ক্ষয়ে
ঘুগরির বাগদান।
কাকতাড়ুয়ার ছন্দ আস্থা চষে জমিনের তরে
শীষের ঘর্ষণে গড়ে মৃদু আলাপন,
অথচ বিক্ষুব্ধ কোন নগরীর বুকে
পোড়া বাড়ির অন্দরে আমি মাখি পেত্নীর ক্রন্দন।


দুখের সায়রে ভাসি,
চঞ্চলা দুখেরা বলে বোলে রোজ হাবুডুবু খেয়ে
ভালোবাসি ভালোবাসি!


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন