একটা পুকুর চেয়েছিলাম!
[email protected]@@
একটা পুকুর চেয়েছিলাম আমি -
যার বুকে প্রাচুর্যের ঝলকানি না থাকলেও
জ্বলবে না অভাবের বহ্নিমান শ্বাসে ঝরা
ভীরু বাতাসের কার্পণ্য।
শ্যামলা ষোড়শীর হাস্যজ্জ্বল বদনের মতো
স্বচ্ছ টলটলে জলের উপর ভাসবে
লকলকে কিছু কলমি ফুলের খলবলে আশা।
দূর্বা ঘাসের সবুজ আস্তরণে জাগা বিশ্বাসী পাড়ে থাকবে
মায়ের আঁচলের মতো গভীর মমতা মাখা
ছায়া দানকারী ক’টা বৃক্ষ।
ঘর্মাক্ত বিকেল পেলেই ক্ষেত থেকে উঠে আসা
ক্লান্ত কৃষকের মতো, পা দু’টি বিছিয়ে
খুব আরাম করে বসতাম আমি সেখানে।
মধুমালা মদনকুমার নাটকের রাত জাগা শ্রোতা সেজে
নিশুতি রণনে কান খাড়া করে শুনতাম
সুরেলা ঝগড়ায় রত রকমারি পাখির হৃদয়ষ্পর্শী কলতান,
আর তৃষ্ণার্ত দু’চোখে দেখতাম -
কলমি ফুলের আড়ে আমার সিনথীয়া মা’র ডাকে
মেতে উঠা ফুটফুটে দু’টো হংস ছানার
নিষ্পাপ জলকেলি।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৮/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
একটি পুকুর চেয়েছিলাম- শান্তিময়, সুন্দর ও আকর্ষণীয় পটভূমি নিয়ে লেখা আপনার কাব্য! এমন পুকুর মনে মনে কল্পনা করছি! প্রকৃতি প্রেমের অনুভূতি নিয়ে কবি আপনি দুর্দান্ত কাব্যশৈলী প্রদর্শন করেছেন! নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
প্রকৃতিময় কাব্যসুধা! অশেষ মুগ্ধতা রেখে গেলাম, ভাল থাকবেন সবসময় এ কামনা রইলো।
ভালো লাগার এক চমৎকার প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সারাক্ষণ
সম্মানিত কবি, প্রকৃতিময় কাব্যসুধা! পাঠে মুগ্ধতা রেখে গেলাম, ভাল থাকবেন সবসময় এ কামনা রইলো।
চমৎকার কাব্য শৈলীতে জীবনবোধের অনন্য সুন্দর প্রকৃতি গাঁথা অতুলনীয় সৃষ্টি মন ছুঁয়েছে সম্মানিত কবি, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবিরাম।
অসাধারণ কথামালায় সাজানো অনন্য জীবনবোধ আর প্রকৃতির বাতাবরণে চমৎকার সুন্দর এক কবিতা।। ভীষণ ভালো লাগলো।। হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি।।ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
দারুন কাব্যশৈলী হৃদয় ছুঁয়ে গেল।
খুব, খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক-অনেক শুভ কামনা রেখে গেলাম।
অসাধারণ মুগ্ধতা ভরা লেখনি
সব চাওয়া কি পূরণ হয় প্রিয় কবি? প্রকৃতি এবং প্রেমের অপূর্ব কাব্যিক উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
মানবিক চেতনার দুর্দান্ত উপমায়, প্রকৃতির রমরমা পুকুর চিত্র, কাব্য কথা ।
শুভসকাল , প্রিয়কবির প্রতি হার্দিক শুভেচ্ছা রইলো অবিরাম।
অনন্য প্রকৃতি গাঁথা অনবদ্য জীবনবোধের মনোমুগ্ধকর ও মননশীল কবিতা পাঠে হৃদয় ছোঁয়া অনুভূতি জাগায় শ্রদ্ধেয় প্রিয় কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। শুভ সকাল।
চমতকার শব্দ চয়ন ও বুননে প্রকৃতিপ্রেমী কবির গভীর জীবনবোধ এর অনন্য অনুপম কাব্য।
অনেক ধন্যবাদ ও অভিনন্দন, প্রিয় কবি।
বাহ্ বাহ! চমৎকার চাওয়া! অভিনন্দন জানাচ্ছি সম্মানিত কবি।
অসাধারণ জীবনমুখী প্রকৃতির কবিতা পাঠে মুগ্ধতা সহ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে গেলাম।