অটল সে' মাছরাঙা হেমরূপী রৌদ্র নিয়ে পাখে,
তালে বোলে সুললিত কিশলয় নব নব শাখে।
হিঙ্গুল মেঘের আঁকা বলাকাতে মৃদু হাতছানি -
যমুনায় করে কানাকানি।
সতেজ পুষ্পের ঘ্রাণে সদ্য স্নাত ভ্রমরের মতি,
দুর্বার ফড়িঙ ছানা আলাভোলা সমীরণে অতি।
নাচুনে শস্যের ঢেউ মিশে যায় শস্যদের ভিড়ে -
তবুও তো এলো না সে ফিরে!