এক সের চাল (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
=================৥৥৥


ছেঁচড়া চোরা গামছা কেড়ে
যেই দিল এক দৌড়,
বুদ্ধু বুড়া জ্ঞান হারালো
আঁতকে মনের জোর।


ব্যঙ্গে বলে সভ্য জনে
সব চালাকির ছল,
গামছা শোকে কেউ কখনো
অন্তে হারায় বল?


রঙে ঢঙ্গে নানান কথা
মেললো যখন চোখ,
প্রশ্ন বানে চললো হেসে
বিজ্ঞ মনের শোক।


চোরকে ধরে আনলো যদি
গামছা ফেরত ফের,
দেখলো তাতে লটকে আছে
চাল বাঁধা এক সের।


==================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৬/২০২০ইং।