এই যে তুমি?
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


এই যে তুমি? খুব তো আছো
একলা শুয়ে গোরে,
ভোর প্রভাতে ডাকবে কে রোজ
তুলতে জেগে মোরে?


কাজ থেকে সাঁঝ ফিরলে বাড়ি
ঘাম ঝরানো গায়ে,
আসবে কি কেউ পাখ হাতে ছুট
ব্যস্ত দুটি পায়ে?


পাঞ্জাবী শার্ট পাই না খুঁজে
গামছা রেখে মাথে,
দেয় না তো কেউ গঞ্জে যেতে
ব্যাগটা এনে হাতে।


সবখানে পাই স্পর্শ তোমার
শূন্য তবু মনে,
নিভৃতে কাল ব্যস্তে কাটে
খুঁজতে প্রতিক্ষণে।


খুব কাঁদি রোজ রাত্রি বেলা
চিন্তা স্মৃতির ভিড়ে,
আসবে কি তুম আপনা ভেবে
এই ভুবনে ফিরে??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৯/২০২০ইং।