এলেই যদি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


এলেই বা ঘরে যদি কেন রণ সাজ,
ধ্বংস লীলায় গড়া পরে এসে তাজ?
আকাশ গুমরে কাঁদে মেঘে ঢাকা চাঁদ,
হারায়ে বৃক্ষরাজি ধৈর্যের বাঁধ।
শস্য সবুজ ক্ষেত হয়ে অসহায়,
বন্দি জীবন দেখে করে হায় হায়।
অকূলে পড়লো যদি চলনের পথ,
থাকে কি খুশিতে বলো চঞ্চলা রথ?


মুক্ত গগন তলে রোনাজারি মন,
শোকের কাতরে শুয়ে অবলা জীবন।
সুযোগে স্বপ্ন আশা করতে নিপাত,
অবাধে রোগেরা এসে হানছে আঘাত।
এই কি তোমার প্রেম হৃদয়ের খাস,
যা করে বসত বাড়ি নিঠুরে বিনাশ?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/১০/২০২০ইং।